বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, চালের দাম ৪০ টাকার নিচে আসবে না। সেটি বাস্তব সম্মতও নয়। সুতরাং এখন যেমন ৪০ টাকার কাছাকাছি আছে, সেটিই থাকা ভালো। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
চালের দর নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষকের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। চালের দাম যখন কম ছিল, তখন লেখালেখি হয়েছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন উৎপাদন খরচ, তেমন ধানের বাজার পাচ্ছেন না তারা।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা প্রত্যেকেই কৃষককে গুরুত্ব দিচ্ছি। কৃষক ফসল ফলানোয় আগ্রহ হারিয়ে ফেললে সামগ্রিকভাবে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে।’
পেঁয়াজের চড়া দর প্রসঙ্গে তোফায়েল আহমদ বলেন, ‘পেঁয়াজের দাম আস্তে আস্তে কমে গেছে। এখন সবজির দামও কম। দাম বৃদ্ধির বিষয়টা আসলে সাময়িক। একটু ধৈর্য ধরলেই সবকিছুর সমাধান হয়ে যায়।’
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের আপত্তির জবাবে তিনি বলেন, ‘এই আইনের তো অনেকগুলো স্টেইজ আছে। দিস ইজ নট ইন্ড অব স্টেইজ।’
এ সময় মন্ত্রী তাকে নিয়ে গণমাধমে প্রকাশিত সংবাদের বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘একটি পত্রিকায় এসেছে, আমি নাকি বলেছি- সংসদ সদস্যদের মান-ইজ্জত রক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এটা কি ঠিক? সেদিনের একটা রি-রেকর্ড এনে আমাকে দেখান তো।’
তোফায়েল আহমদ বলেন, ‘আচ্ছা, আপনারাই বলুন আমি কি আহাম্মক? আমি কি লেখাপড়া জানি না? আমি কি এসব নিয়ে পড়াশুনা করি না? পড়তে গিয়ে গত রাতেও তো একটার পরে ঘুমিয়েছি। আমি কেন এভাবে বলতে যাব?’
তিনি বলেন, ‘আমি ওইদিন বিষয়গুলো রিপোর্ট করার জন্য বলিনি। আমি বলেছি আপনাদের জানার জন্য। আমি আপনাদেরই একজন। সাংবাদিকদের সঙ্গে আমার নিবীড় সম্পর্ক। আমি তো রাজনীতি করি, ব্যবসা করি না। সততার সঙ্গে রাজনীতি করারই চেষ্টা করছি। আমার কথাগুলো সঠিকভাবে আসলে খুব ভাল হয়।’
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চা বাংলাদেশের প্রাচীনতম একটি শিল্প। এ শিল্পের বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিস্মরণীয় অবদান রেখেছেন। তিনি ১৯৫৭-৫৮ মেয়াদে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান। চা শিল্পের বিকাশে আাগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে আইসিসিবিতে বাংলাদেশ চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮