বলিউড অভিনেত্রী পূজা দাদওয়াল। ১৯৯৫ সালে ‘ভিরগাতি’ শিরোনামের একটি ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু, এখন এক কাপ চা কিনে খাওয়ারও আর্থিক সামর্থ্য নেই এই অভিনেত্রীর।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এই মুহূর্তে তিনি গুরুতর অসুস্থ। তার যক্ষ্মা হয়েছে। ছ’মাস আগে তিনি জানতে পারেন তার যক্ষ্মা হয়েছে। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের শিবদি হাসপাতালে রয়েছেন তিনি।
তিনি বলেন, আমার কাছে কোনো টাকা নেই। এক কাপ চায়ের জন্যও অন্য কারো ওপর ভরসা করতে হয়। আমি সালমান খানের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। সালমান যদি আমার ভিডিও দেখেন, তা হলে হয়তো সাহায্য করতে পারেন।
পূজা আরো জানিয়েছেন, গত কয়েক বছর ধরে গোয়ায় ক্যাসিনো ম্যানেজমেন্টের কাজ করতেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, পূজা অসুস্থ হওয়ার পর তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা তাকে ছেড়ে চলে গিয়েছেন।
তারা কেন এমন ব্যবহার করলেন, তা স্পষ্ট নয়। সব মিলিয়ে এক সময়ের সিনে তারকার এই পরিণতিতে আতঙ্কিত বলি মহলের একটা বড় অংশ। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি সালমান খান।
আজকেরবাজার/এস