রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চায়ের গুণগত মান বৃদ্ধিতে গবেষনা ও নতুন বাজার তৈরি করতে প্রয়োজনীয় সহায়তা দিবে সরকার বলেও জানান তিনি। চা-শ্রমিকরা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের সন্তানরা যেন শিক্ষাসহ উন্নত জীবন যাপন করতে পারে সেটি নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
এ সময় রাজধানীর মতিঝিলে ৩০ তলার বঙ্গবন্ধু চা ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে শ্রমের মাধ্যমে জীবন জীবিকা চলে সে কাজটি পূর্ণ দায়িত্বে নিয়ে পালন করার জন্য চা-শ্রমিকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
আজকের বাজার /আএম