চা-বিক্রেতার মাসিক আয় ১২ লাখ টাকা। কী হাত কপালে? বিশ্বাস হচ্ছে না এইতো। চা বিক্রেতা বড়লোক হয়েছে এমন নজির আছে। তাই বলে মাসে ১২ লাখ টাকার চা বিক্রি? নিশ্চয় অভূতপূর্ব।
শুধুমাত্র চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয় করেন। এমনই এক চা বিক্রেতার খোঁজ পাওয়া গেল মহারাষ্ট্রের পুণেতে।ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য।
সেখানে বলা হয়েছে পুণের সেই চায়ের দোকানটির নাম ‘ইয়েওলে টি হাউজ’। এই দোকানের পুণে শহরে দু’টি শাখা ও রয়েছে।
যিনি বা যাঁরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন, তাঁদের এখন নিছক ‘চা বিক্রেতা’ বললে ভুল হবে। কারণ নিজেদের চায়ের দোকানের নামকেই তাঁরা একটি ব্র্যান্ডে পরিণত করে ফেলেছেন। অদূর ভবিষ্যতে যা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দেয়ার ভাবনাচিন্তা করছেন তাঁরা।
দোকানের অন্যতম প্রতিষ্ঠাতা নভনাথ ইওলের বলেন, 'পুণে শহরে ভাল চায়ের দোকানের অভাব ছিল। পকোড়া বা ভাজা জিনিসের বিপণন হলেও পুণে শহরে তৈরি চায়ের সেভাবে ব্র্যান্ডিং কখনও হয়নি। শহরে অনেক চায়ের দোকান থাকলেও মানুষ যে স্বাদের চা পান করতে চাইতেন, তাতেও গলদ ছিল।'
আর এই শূন্যতা পূরণ করেছে এই চা বিক্রেতা।
আজকের বাজর/ আরজেড