মেহরাজ মোর্শেদ : ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। চা বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেটে ৬১ রান।
৪৩ বল খেলে ইমরুল কায়েস অপরাজিত আছেন ২৬ রানে। ৪টি বাউন্ডারি এসেছে এ ওপেনারের ব্যাট থেকে। ইমরুলের অপর সঙ্গী লিটন দাস ১০ রানে অপরাজিত। ১৪ বল খেলে ২টি বাউন্ডারি মেরেছেন টাইগার উইকেট রক্ষক।
দুই অংকের ঘরে পৌঁছানোর আগেই একে একে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য, মমিনুল, মুশফিক এবং মাহমুদউল্লাহ। ডুয়ানে অলিভিয়ার নিয়েছেন ২টি উইকেট। পারনেল এবং রাবাদার সংগ্রহ ১টি করে উইকেট।
এখনও প্রোটিয়াদের চেয়ে ৫১২ রানে পিছিয়ে সফরকারীরা। হাতে আছে ৬টি উইকেট। এর আগে, টাইগারদের নির্বিষ বোলিংয়ে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। সেঞ্চুরী পেয়েছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। শুভাশীষ রায় নিয়েছেন ৩টি উইকেট। অপর উইকেটটি রুবেল হোসেনের।
আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭