চা বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩২১ রান

মেহরাজ মোর্শেদ :  বিরতির আগে শেষ ওভারের শেষ বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৮ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন কার্টরাইট। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৫ উইকেটে ৩২১ রান। ২৫ রানে অপরাজিত আছেন গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে সেঞ্চুরী করা ডেভিড ওয়ার্নারকে ব্যক্তিগত ১২৩ রানে ইমরুল কায়েসের হাতে তালুবন্দী করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন ‘বার্থ-ডে বয়’ কাটার মাস্টার মুস্তাফিজ। সাকিবের এক দুর্দান্ত থ্রো -তে রান আউট হওয়ার আগে পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে এসেছে ৮২ রান।

এখন পর্যন্ত প্রথম ইনিংসে ২০ রানের লিড লিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সফরকারীরা, হাতে আছে আরও পাঁচটি উইকেট। প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭