চা বিরতি পর্যন্ত ২৪৮ রানের লিড টাইগারদের

মেহরাজ মোর্শেদ : বাংলাদেশ অস্ট্রেলিয়া ১ম টেস্টের ৩য় দিনে চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০৫ রান। এখন পর্যন্ত ২৪৮ রানের লিড পেয়েছে টাইগাররা।

দিনের শুরুতে তাইজুল এবং ইমরুল আউট হওয়ার পর বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলো তামিম-মুশফিক জুটি। ব্যক্তিগত ৭৮ রান করে কমিন্সের বলে ওয়েডের হাতে তালুবন্দী হয়ে ওপেনার তামিম ফিরে যাওয়ায় জুটি ভাঙ্গে ৬৮ রানে। বাংলাদেশের দলীয় রান তখন ৪ উইকেটে ১৩৫। এরপর ব্যক্তিগত ৫ রানে সাকিব ফিরে গেলে মুশফিক-সাব্বিরের জুটি স্কোরবোর্ডে যোগ করে ৪৩ রান।

মুশফিক আউট হওয়ার পর স্কোরবোর্ডে কোনও রান যোগ না করেই নাসির এবং সাব্বির দ্রুত ফিরে গেলে ৫ উইকেটে ১৮৬ থেকে দলীয় রান হয় ৮ উইকেটে ১৮৬। এরপর মিরাজ-শফিউলের ১৯ রানের জুটিতে দুইশ পার করে বাংলাদেশ। তিনটি বাউন্ডারিতে ১৭ রানে অপরাজিত মিরাজের সঙ্গী শফিউল ২ রানে অপরাজিত।

ছবি : ক্রিকইনফো

আজকের বাজার: এমএম/ ২৯ আগস্ট ২০১৭