মেহরাজ মোর্শেদ : চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮ উইকেটে ১৫৪ রান। এখন পর্যন্ত ৮২ রানের লিড পেয়েছে টাইগাররা। ১৩ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল অপরাজিত আছেন ২ রানে।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৩ রান। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। লাঞ্চের পর ব্যক্তিগত ২৪ রানে নাথান লায়নের বলে অজি উইকেটকিপার ওয়েড সাব্বিরকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেললে ভাঙ্গে সাব্বির-মুশফিকের ৫৪ রানের জুটি। ১১ রানের লিড নিয়ে টাইগারদের দলীয় সংগ্রহ তখন ৬ উইকেট হারিয়ে ৯৭ রান।
এরপর দলীয় ১২৯ রানের মাথায় প্যাট কমিন্সের বলে উইকেটের পেছনে ওয়েড এর হাতে তালুবন্দী হয়ে ব্যক্তিগত ৩১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক মুশফিক। মমিনুল ব্যক্তিগত ২৯ রানে লায়নের বলে কমিন্সের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে গেলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৯ রান। ৫ রানে অবিচ্ছিন্ন আছে মিরাজ-তাইজুল জুটি।
এর আগে, দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের ৩০৫ রানের জবাবে ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয় অজিরা।
আজকের বাজার : এমএম / ৭ সেপ্টেম্বর ২০১৭