আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বৃহস্পতিবার বলেছেন, চিকিৎসা একটি মহান পেশা। মানবতা নিয়ে চিকিৎসকদের এখন এগিয়ে আসতে হবে। কে করোনা রোগে আক্রান্ত, আর কে নয়, সেটিও শনাক্ত করার দায়িত্ব চিকিৎসকদের।
তিনি বলেন, ‘যেকোনো রোগী গেলেই তাকে করোনাভাইরাসে আক্রান্ত ধরে নিয়ে চিকিৎসা না দেয়া অত্যন্ত দুঃখজনক। শনাক্ত না করেই কাউকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি আর শুনতে চায় না।’
কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
করোনা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় কমিটি গঠন করতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘জাতীয় কমিটির এখানে কোনো কাজ নেই। তবে এ দু:সময়ে যে যার অবস্থান থেকে কিছু করতে পারেন।’ সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ