সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিলো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়া অসুস্থ বোধ করায় সাক্ষাৎ হচ্ছে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সহকারী মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ স্থগিত হওয়ার খবর নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় মহাসচিবের সাক্ষাৎ স্থগিত হয়েছে।
জানা গেছে, কারাগার থেকে বলা হয়েছে, খালেদা জিয়া অসুস্থ থাকায় দেখা হবে না। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
গত মাসের ৮ তারিখ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবাস করছেন।
এস/