কফের সঙ্গে রক্ত বের হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। শনিবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যম কর্মীদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘মাশরাফির গুরুতর কিছু হয়নি। আজ সকালে হঠাৎ তার গলা দিয়ে রক্ত বের হয়েছিল। তাই সব রকম ঝুঁকি এড়াতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন তিনি’।
ডা. দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘মাশরাফির গলা দিয়ে রক্ত বের হওয়ায় তার ফুসফুসের পরীক্ষা করা হয়েছে। এতে খারাপ কিছু পাওয়া যায়নি। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য মুশফিকুর রহিমের দল এখন চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। টেস্ট স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল মাশরাফি-বিন মুর্তজার। কিন্তু গত শুক্রবার বাংলাদেশ দল চট্টগ্রাম গেলেও তার সঙ্গী হননি ওডিআই অধিনায়ক ম্যাশ।
আজকের বাজারঃ সালি/ ৬ আগস্ট ২০১৭