আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুকে দেখতে গিয়েছিলেন।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। এ সময়ে নাসিম তার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (৮২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের আগে থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। ঈদুল আজহার নামাজের পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়।বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা আনা হয়।
আজকের বাজার/এমএইচ