বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খালেদাকে বহনকারী একটি কালো জিপ সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছায়। পরে তাকে হুইলচেয়ারে করে কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি ৬২১ ও ৬২২ নম্বর কক্ষে থাকবেন। খবর ইউএনবি
এদিকে, বিএসএমএমইউর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে জানা যায়।
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তখন সাংবাদিকদের বলেছিলেন, বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নিতে তারা সব প্রস্তুতি নিলেও তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানান।
খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপি।
৯ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যে তাদের চেয়ারপার্সনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ার কারণে তিনি যথাযথভাবে কিছু খেতে এবং মাথা সোজা রাখতে পারছেন না।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করতে ৪ মার্চ মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করেন।
পরে স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, সুচিকিৎসা নিশ্চিত করতে বিএনপি প্রধানকে বিএসএমএমইউতে নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ