স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন রাস্ট্রপতি আবদুল হামিদ। ২১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করান।রাষ্ট্রপতি দীর্ঘদিন গ্লুকোমায় ভুগছেন।তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।
রাষ্ট্রপতি ২৯ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২১ অক্টোবর ২০১৭