গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার পর আজ দ্বিতীয় দিন ঘোষণা করা হবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বা বিজয়ীদের নাম।
পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উদ্ভাবন করেছেন মঙ্গলবার তার/তাদের নাম ঘোষণা করবে রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।
ক্যানসার থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে এবার যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস পি. অ্যালিসন ও জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু হঞ্জু।
আজ পদার্থ বিজ্ঞানের পরে রসায়নে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেয়া হবে। তবে বিতর্কের কারণে চলতি বছরে সাহিত্যে কোনো পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে না বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। তারও আগে ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
সেই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরে ১৯৬৮তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ