চিকিৎসায় নোবেল পেলেন ৩ মার্কিন গবেষক

চিকিৎসাশাস্ত্রে গবেষণার জন্য এবার নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন গবেষক। এরা হলেন জেফ্রে সি হল, মাইকেল রসবাশ এবং মাইকেল ডব্লিউ ইয়ং। ২ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টায় সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ গবেষকরা আবিষ্কার করে দেখিয়েছেন পৃথিবীর আবর্তনের সঙ্গে কিভাবে গাছ, প্রাণী ও মানুষ তাদের জৈবিক ছন্দ মিলিয়ে নেয়।

নোবেল কমিটির টুইটার পেজে বলা হয়েছে, সব প্রাণীর একটি বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে। এই ঘড়ি ঘুমের ধরণ, খাওয়ার আচরণ, হরমোন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

পুরস্কার হিসেবে এই ৩ গবেষক ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে ২০১৬ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসোমি।

আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে।

আজকের বাজার:এলকে/এলকে ২ অক্টোবর ২০১৭