চিকিৎসা নিতে থাইল্যান্ড গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে আজ রোববার সকাল ১১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে তিনি যাত্রা করেন।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেনটও করা হয়েছে।

হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল মির্জা ফখরুল ব্যাংকক যান।

হৃদরোগ ছাড়াও মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দী ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন সুপ্রিমকোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য যান।

আগামী সাপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

রাসেল/