চার দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার গভীর রাতে লিভারের সমস্যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বলিউড সুপারস্টার। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে বাড়িতে ফেরেন বলিউড শাহেনশা।
১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল রয়েছে তার । কিছুদিন আগে জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয়েছিল তাঁর। তিনি জানতেন না, তারও ৮ বছর আগে থেকে সেই রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। এর পর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন অমিতাভ।
এর পর দফায় দফায় চিকিৎসা এবং নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাঁকে। চার দিন ধরে কয়েক দফায় বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
আজকের বাজার/লুৎকফর রহমান