জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ রোববার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।
ড. কামাল ও তার স্ত্রী হামিদা হোসেন রাত ১২টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
সুব্রত চৌধুরী বলেন, দলের সভাপতি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর থাইল্যান্ড গিয়েছিলেন।
এর আগে ড. কামাল চিকিৎসা সংক্রান্ত কাজে স্ত্রীকে নিয়ে গত ৯ জানুয়ারি সিঙ্গাপুর যান।
সুব্রত চৌধুরী আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী করণীয় নির্ধারণ করতে শিগগিরই ড. কামাল হোসেনের সভাপতিত্বে জোটের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ