চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালক গ্রেফতার

চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টায় জড়িত উবার চালক মো. রকিকে (৩২) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উবার চালক মো. রকিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।

জানা গেছে, চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্খিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন। সেই ঘটনায় শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। রোববার সকালে সেই গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। (বাসস)