বহুল আলোচীত ঢাকা -১৭ আসনের একাদশ জাতীয় সংসদের মাননী সংসদ সদস্য মননীত হওয়ায় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ (বিডিক্লিক)।
পরিষদের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম টুববুস চিত্রনায়ক ফারুকের বাসভবনে তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা ও মতবিনীময়ের সময় ব্রেন্ড লাইফ হসপ্টিালের ব্যাস্হাপক ফকরুল হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহিদ মাহামুদ শহিদুল্লাহ সাদীয়া রহমানসহ পরিষদের নেত্রিত্বেবৃন্দরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ