ঠান্ডাজনিত কারণে গলায় ব্যথা। এজন্য ডাক্তার প্রায় দুই সপ্তাহ কথা বলতে বারণ করেছেন চিত্রনায়ক বাপ্পিকে। ফলে মোবাইল ফোন বন্ধ রাখছেন এ নায়ক। কারও সঙ্গে কথা বলতে পারছেন না। তবে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কথা আদান প্রদান করছেন তিনি।
ডাক্তারের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহে কোনো শুটিং এবং সিনেমার ডাবিংয়েও বাপ্পি অংশ নিতে পারবেন না।
এদিকে বাপ্পির অসুস্থতার জন্য দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিংও আপাতত স্থগিত করা হয়েছে। তবে ছবিটির টেকনিক্যাল কাজগুলো শেষ করা হবে। এরপর বাপ্পি সুস্থ হয়ে উঠলে বাকি কাজগুলো শেষ করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।
অন্যদিকে শুটিং শেষ হয়েছে যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ছবি ‘নায়ক’। ছবিটির ডাবিংয়ের কাজ চলছে এখন। বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি। এ ছবিটির ডাবিংয়ের কাজেও অংশ নেয়ার কথা ছিল বাপ্পির। কিন্তু অসুস্থতার কারণে এটাও সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকাই ছবির এ লাভার বয়।