চিনের ত্রাণ সামগ্রী ফিরিয়ে দিল উত্তর কোরিয়া

খাদ্য সঙ্কটে ভুগছে উত্তর কোরিয়া। উপগ্রহ চিত্র থেকে পাওয়া ছবি দেখে এমনটাই দাবি করল সুইজারল্যান্ডের জিওগ্ল্যাম নামে এক সংস্থা। উত্তর কোরিয়ার ‘শস্যভাণ্ডার’ নামে পরিচিত একটি স্থান খরার মুখে পড়তেই শোচনীয় অবস্থা এই দেশটির।

রাষ্ট্রসংঘের তরফ থেকে জানানো হয়েছিল গত পাঁচ বছরে প্রতি ১০ জন উত্তর কোরিয়ার মধ্য থেকে চার জনের খাদ্য এবং শস্য উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে।

দেশটির অস্ত্রভাণ্ডার বাড়ানোর খাতে খরচ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক মহলে চাপ বাড়িয়েছে বিভিন্ন দেশ। আর এই সাঁড়াশি চাপে সঙ্গিন হয়েছে এখানকার সাধারণ মানুষের। অভিযোগ, এতদূর খারাপ অবস্থা হলেও রাষ্ট্রপ্রধান কিম জং উন ত্রাণ সরবরাহে রাজি নন৷

ইতিমধ্যেই চিন-সহ বেশ কিছু দেশ খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার তরফ থেকে পাঠানো ৫০ হাজার টন চাল ত্রাণ হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপড়েনকেই এই ত্রাণ না ফিরিয়ে দেওয়ার জন্য দায়ি করছে আন্তর্জাতিক মহল।

আজকের বাজার/লুৎফর রহমান