শুক্রবার (১১ মে) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিকরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে বিকেলে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
গত বুধবার (৯ মে) রাত সাড়ে নয়টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কার বয়স হয়েছিলো ৯২ বছর।
জাতীয় অধ্যাপক মুস্তাফা নুরউল ইসলামের জন্ম ১৯২৭ সালে ১ মে বগুড়ায় । তিনি শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। নিজ কর্মের স্বীকৃতি হিসেবে তিনি স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক লাভ করেন।
রাসেল/