চিলিতে এই প্রথম করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।
শনিবার দেশটি এ খবর জানিয়ে বলেছে, আক্রান্তকারী গত মাসে ঘানা ভ্রমণ করেছিলেন। দেশে ফেরার পর তার শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়।
ভালপারাইসো অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ওই ভ্রমণকারী পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রদান করেছিলেন। কিন্তু বিমান বন্দরে এসে পৌঁছানোর পর বাধ্যতামূলক আরো কিছু টেস্টের পর তার পজিটিভ শনাক্ত হয়।
ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার দুটো ডোজই গ্রহণ করেছেন। তিনি সুস্থ আছেন। তাকে আইসোলেশানে রাখা হয়েছে।
উল্লেখ্য, চিলিতে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।