চিলিতে রোববার করোনা ভাইরাসে মোট ১০ হাজার ১৫৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা দেশটির মধ্যবিত্তদের অর্থনৈতিক সহযোগিতায় দেড়শ’ কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। তবে এটি কংগ্রেসে অনুমোদিত হতে হবে।
অনুমোদিত হলে এটি চার কিস্তিতে ভাগ করে চার বছরের জন্যে সুদবিহীন ঋণ হিসেবে দেয়া হবে।
চিলির মৃত্যু সংখ্যার হিসেবটি পাওয়া গেছে দেশটির ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিক্স এন্ড হেলথ (ডিইআআএস) এর কাছ থেকে। তারা সরাসরি পরীক্ষা এবং উপসর্গ ভিত্তিক মৃুত্যর মোট হিসেবে করেছে।
তাদের রোববারের রিপোর্ট অনুসারে, করোনা পরীক্ষায় পজিটিভ রোগী মারা গেছে ৭ হাজার ৫৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩ হাজার ১০২ জন।
তবে তাদের এ হিসেবের সাথে গড়মিল পাওয়া গেছে সরকারের দৈনিক রিপোর্টেও সাথে। সেখানে বলা হয়েছে, করোনায় মোট মারা গেছে ৬ হাজার ৩০৮ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৩২ জন।