চিলিতে ঘাতক শেওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২শ’ টন স্যামন ফিস মারা গেছে। দক্ষিণ আমেরিকার দেশটির ফিসারিজ ও এ্যাকুয়াকালচার সার্ভিস বৃহস্পতিবার এ কথা জানায়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারীর স্যামন ফিসের সর্বশেষ এই গণ মৃত্যু ঘটলো।
ক্ষতিকর শেওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে স্যামনগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
একই কারণে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন ফিস ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ফার্মগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়।
গ্রীনপিস এই দূষণের জন্য স্যামন ফার্মিংকে দায়ী করেছে। এই শিল্প জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। মৃত স্যামন ফিসের ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে ১৮টি ফার্ম থেকে। এসব ফার্মে তিন ধরণের ক্ষতিকর শেওলা শনাক্ত করা হয়েছে।
চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশী স্যামন ফিস উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে।