হোয়াইট হাউসের কর্মকর্তারা চিলির সম্মেলন বাতিল করার ঘোষণাতে অবাক হয়েছেন। দুটি সম্মেলনের মধ্যে একটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগ দেবার কথা ছিল। ঐ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙ্গ ও অন্যান্য নেতাদের সঙ্গে মিলিত হবার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের।
চিলির প্রেসিডেন্ট সিব্যাসচিয়ান পিনেরা বুধবার ঘোষণা করেন যে স্যান্টিয়াগোতে লাগাতার সরকার বিরোধী আন্দোলনের কারণে নভেম্বরের নির্ধারিত এশিয়ান প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা এপেকের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। তিনি আরও বলেন ডিসেম্বরের শুরুতে জলবায়ু পরিবর্তন সম্মেলনের আয়োজনও বাতিল কর হচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বারংবার বলেন তিনি এপেকের সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিঙ্গের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় সই করবেন। স্যান্টিয়াগোতে অক্টোবর মাসে সাবওয়ের ভাড়া ৪ শতাংশ বেড়ে যাওয়ার বিরুদ্ধে আন্দোলনটি এখন পুরো দেশে ছড়িয়ে পড়ে।
আজকের বাজার/লুৎফর রহমান