ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাগলা কুকুরের আক্রমনে আহত হয়েছেন ৮ দর্শনার্থী। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় একটি পাগলা কুকুর হঠাৎ করেই এলোপাতাড়ি কামড়াতে থাকে ভেতরের দর্শনার্থীদের।
পরিবার নিয়ে বেড়াতে আসা মাইদুল ইসলাম ও তার স্ত্রী আশরাফী কুকুরের কামড়ে মারাত্বক জখম হন। তারা দুজনেই বুকে জাপটে ধরে কুকুরের হাত থেকে রক্ষা করেন দেড় বছরের শিশুকন্যাকে। ওই একই সময়ে কুকুরের কামড়ে জখম হন আরেক দড়শনার্থী কাইয়ুম। তাকেও হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড়ে জখম করেছে।
এছাড়াও পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে গেছেন আরো ৫/৬জন। চিড়িয়াখানার তথ্যকেন্দ্রে এসে এই একই কুকুর আজ সকালেও তিনজনকে কামড়িয়েছে বলে জানান তথ্য কেন্দ্রের একজন স্টাফ। লাল রংয়ের পাগলা কুকুরটি এখনো চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা: নজরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, পাগলা কুকুরটি মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান