চীনকে সংযত রাখতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর উদ্দ্যোগ

সমীক্ষকেরা জানিয়েছেন যে, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমার রীতিনীতি মানতে চীনকে সংযত ও শিক্ষাদানের নিমিত্ত যুক্তরাষ্ট্র, ওই একালাকায় তাদের নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্র নৌবাহিনী সম্প্রতি আসিআণ সাগরে দুটি জাহাজ পাঠায়,যে এলাকায় চীন তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। তবে উল্লেখ্য যে, অন্য ৫টি দেশও ওই জলসীমা তাদের নিজেদের বলে দাবী করে থাকে। চীন গত সপ্তাহে তাদের দেশে প্রথম নির্মিত এয়ারক্রাফট ক্যরিয়ার পরীক্ষা ও গবেষণার নিমিত্ত সেখানে পাঠায়।

ওয়াশিংটন চীনের কাছে এই বার্তা পৌঁছাতে চায় যে, ওই জলসীমা যেন কৌশলগত অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যে খোলা রাখা হয় এবং নিজেদের স্বার্থের লক্ষ্যে ব্যবহার না করা হয়।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান