কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের কনসোর্টিয়াম সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকেই পাওয়ার আশা ব্যাক্ত করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অভিপ্রায়ের কথা জানায় তারা।
রাজধানীর নিকুঞ্জর ডিএসই টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।
শেয়ারহোল্ডাররা বলেন, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের কনসোর্টিয়াম সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে আমরা পাবো বলে আশা করছি। তবে এটা নিয়ে সময় ক্ষেপন যেন না করা হয়। যত শিগগিরই সম্ভব বাজার উন্নয়নের জন্য কৌশলগত বিনিয়োগ ইস্যুর সমাধান করতে হবে।
সভায় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত এক বছর কৌশলগত বিনিয়োগকারী আনার ব্যাপারে ব্যস্ত সময় পার করেছে। অনেক চেষ্টার পর খ্যাতিমানা প্রতিষ্ঠান সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং শেনজেন স্টক এক্সচেঞ্জের প্রস্তাব আনা সম্ভব হয়েছে। এই প্রস্তাব বর্তমানে বিএসইসিতে বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতা, পণ্যের বৈচিত্রকরণ, বিনিয়োগকারী সচেতনতা ও আস্থা বৃদ্ধিসহ সব ক্ষেত্রে অগ্রগতি এনে ডিএসইকে উন্নত করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে কাজ করছে ডিএসই কর্তৃপক্ষ।
সভায় সকলে পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে পরিচালনা পর্ষদের শুপারিশ করা ১০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। এসময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান শেয়ারহোল্ডারদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আরএম/