চীনা কনসোর্টিয়ামের সাথে ডিএসইর চুক্তি সই

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অবশেষে চীনা কনসোর্টিয়াম শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সাথে চুক্তি সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (১৪ মে) রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, শেনঝেন স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও ওয়াং জেনজুন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান পেন শুয়েশিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া ডিএসইর পরিচালনা পর্ষদসহ শেয়ারহোল্ডারগণ, শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ২০১৫ সালে কৌশলগত বিনিয়োগকারী খোজা শুরু করি। এক্ষেত্রে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্কের মাধ্যমে শেয়ারবাজারের টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে বর্তমান সময় পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। এরমধ্যে যাছাই-বাছাইয়ের মাধ্যমে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, সাংহাই স্টক এক্সচেঞ্জ বিশ্বের চতুর্থ ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ অষ্টম বৃহৎ স্টক এক্সচেঞ্জ। কৌশলগত বিনিয়োগকারী হিসাবে ডিএসইর প্রযুক্তিগত উন্নয়ন করবে। এছাড়া নতুন পণ্যের আনয়ন ও শেয়ারবাজারের টেকসই উন্নয়নে সহযোগিতা করবে।

জাকির/রাসেল/