প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ৭৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সেই সাথে তার দলের সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সঙ তাও স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘একজন বড় মাপের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে আপনার অবদান বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসার উভয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।’
সিপিসি জানায়, শেখ হাসিনার তদারকি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ ও সিপিসি ফলপ্রসূ সহযোগিতার মাধ্যমে তাদের সম্পর্ককে গভীর করেছে এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছে।
সিপিসি আরও জানায়, দলের সাথে দলের নতুন ধরনের সম্পর্ক বিনির্মাণে তারা আওয়ামী লীগের সাথে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে। যা অভিন্ন ভিত্তির সম্প্রসারণ, বৈসাদৃশ্য রক্ষা এবং পারস্পরিক সম্মান ও পরস্পর থেকে জানাশোনা বাড়িয়ে তুলবে। সেই সাথে বেল্ট ও রোড প্রকল্পে উচ্চমানের সহযোগিতা নিশ্চিত করবে। যাতে চীন-বাংলাদেশ সম্পর্কে অবিচল অগ্রগতি প্রত্যক্ষ করা যায় এবং দুই দেশ ও এর জনগণের আরও বৃহত্তর কল্যাণ সাধিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সারা দেশ নানা কর্মসূচি পালিত হচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান