হংকং ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইন প্রশ্নবিদ্ধ করছে হংকংয়ের স্বায়ত্ত্বশাসনের মর্যাদাকে। তাই এই আইনের সাথে জড়িতদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ তালিকায় আছেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন।
দু’মাস আগেই বিতর্কিত আইনটি বাতিল না করলে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।