মায়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় ৫৩ মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছে চীন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণবাহী চীনের বিমানটি অবতরণ করে।
বাংলাদেশে চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর লি গুয়াংজুন বিমানবন্দরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এই ত্রাণ হস্তান্তর করেন। এসময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীন থেকে আসা দ্বিতীয় চালানে রয়েছে-তিন হাজার কম্বল।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, বুধবার একটি চীনা বিমানে ৫৭ দশমিক শূন্য তিন টন ত্রাণ এসেছিল। সেখানে ছিল ২২০০ তাঁবু। এসব ত্রাণ কক্সবাজারের উখিয়ায় পাঠানো হচ্ছে।
গত সোমবার চীনের পক্ষ থেকে মোট ১৫০ মেটিকটন জরুরি ত্রাণ চট্টগ্রামে পাঠানোর কথা জানিয়েছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং।
উল্লেখ, গত ২৫ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে সংখ্যালঘু রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরকান স্যালভেশন আর্মির হামলার অভিযোগে দমন অভিযান শুরু করে বার্মিজ সেনারা। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারের কুতুপালং এর বালুখালীতে থাকার অনুমতি দিয়েছে। সেখানে তাদের জন্য ত্রাণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭