চীনা ত্রাণের প্রথম চালান চট্টগ্রামে, আসবে আরও

রোহিঙ্গাদের জন্য ৫৭ দশমিক শূন্য তিন মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছে চীন। ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণবাহী চীনের বিমানটি অবতরণ করে।

এছাড়া চীনের ত্রাণবাহী আরেকটি বিমান আগামীকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, আগামীকাল ওই বিমানটি চট্টগ্রামে পৌঁছালে দুইটি বিমানের ত্রাণই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে চীন। তখন চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন সেখানে।

হাবিবুর রহমান জানান, বুধবার আসা ত্রাণবাহী বিমানটিতে দুই হাজার দুইশ তাবু রয়েছে।

গত সোমবার চীনের পক্ষ থেকে মোট ১৫০ মেটিকটন জরুরি ত্রাণ চট্টগ্রামে পাঠানোর কথা জানিয়েছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং।

এদিকে হাবিবুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য বুধবার বিকালেই যুক্তরাজ্য থেকে আরেকটি ত্রাণবাহী বিমান এসে পৌঁছাবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ, রেডক্রস ও রেডক্রিস্টেন্ট মিলিয়ে প্রায় ৫৫০ মেট্রিকটনের মত ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে।

এর মধ্যে ভারত দুইটি বিমানে ১০৭ মেট্রিকটন, চীন একটি বিমানে ৫৭ মেট্রিকটন, সৌদি আরব একটি বিমানে ৯৪ মেট্রিকটন, ইন্দোনেশিয়া আটটি বিমানে করে ৭৭ মেট্রিকটন, ইরান দুইটি বিমানে ৬৮ মেট্রিকটন, মরক্কো একটি বিমানে ১৪ মেট্র্রিকটন ও মালয়েশিয়া একটি বিমানে ১২ মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছে।

এছাড়া মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ১০১ দশমিক পাঁচ মেট্রিকটন ও জাপানি রেডক্রস ১৮ দশমিক পাঁচ মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছে।

আজকের বাজার : এলকে/এলকে ২৭ সেপ্টেম্বর ২০১৭