চীনা নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আগামী মাসে দেশটির ৭০তম প্রজাতন্ত্র দিবস এবং সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনের বিভিন্ন পর্যটক দলের সফর বাতিল করেছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার আন্তর্জাতিক যুব পর্যটন সংস্থা চীনা পর্যটন সংস্থাকে জানায়, শনিবার থেকে ২০ দিনের জন্য পিয়ংইয়ং-এ তাদের হোটেল সংস্কারের জন্য বন্ধ রাখবে।

উত্তর কোরিয়ার অপর এক পর্যটন সংস্থা চীনা পর্যটক সংস্থাকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনা ভ্রমণকারী গ্রহণ বন্ধ রাখতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ৭০তম প্রজাতন্ত্র দিবস এবং সরকার গঠন বার্ষিকী উদযাপনের প্রস্তুতির কারণে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে ১ থেকে ২ হাজার পর্যটন উত্তর কোরিয়ার জনপ্রিয় স্থানগুলো ভ্রমণ করছে। সম্প্রতি চীনা পর্যটকদের উত্তর কোরিয়া ভ্রমণ বৃদ্ধি পাচ্ছে।

আজকের বাজার/একেএ