চীনা নাগরিক হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর বনানী এলাকায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি, উত্তর) উপকমিশনার মশিউর রহমান জানান, গোয়েন্দা শাখা উত্তর মঙ্গলবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বনানী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বনানী এলাকায় নিজ অফিসের পেছন থেকে মাটিচাপা দেয়া অবস্থায় গাউ জিয়ানের (৪৮) লাশ উদ্ধার করা হয়।
সূত্র – ইউএনবি