পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সস্তায় শ্রম ও কম জ্বালানি খরচের বিষয়টি উল্লেখ করে হংকং ভিত্তিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে মন্ত্রী এ আহ্বান জানান।
মোমেন বলেন, সস্তা শ্রমের পাশাপাশি বিভিন্ন পণ্য কেনার জন্য বাংলাদেশে রয়েছে ১৬ কোটি মানুষের স্থানীয় বাজার।
তিনি বলেন, ‘আপনারা অর্থ উপার্জন করবেন আর বাংলাদেশ আরো কর্মসংস্থানের সুযোগ পাবে। এটা হবে পারস্পরিক সমান সুবিধা লাভের একটি ক্ষেত্র।”
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন ক্ষেত্র থেকে তারা তাদের পছন্দমত খাতে বিনিয়োগ করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
মোমেন বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যাপ্ত বৈদেশিক বিনিয়োগ পেতে ও ব্যবসায় বৈচিত্র আনতে চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে সফররত চীনা বিনিয়োগকারী সংস্থা (সিএমএ)’র প্রতিনিধিদলের উপস্থিতিতে এই সেমিনারের আয়োজন করে।
এতে বিডা, বিইজেডএ, বিইপিজেডএ’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ