বৃহস্পতিবার চীনে করোনাভাইরাস মহামারীর কেন্দ্রস্থলে নতুন করে সংক্রমণের সংখ্যা কমে গেলেও বিদেশ থেকে আক্রান্তরাই বেশি প্রবেশ করছে। জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আরও ১১ জন মারা গেছে। জানুয়ারির শেষ থেকে চীনে সর্বনিম্ন দৈনিক মৃত্যুর হার এটি। চীনে মোট ৩,১৬৯ জন মারা গেছে। জাতীয় সঙ্কট ও মহামারী আকার ধারণ করার আগে ডিসেম্বর মাসে ভাইরাসটি প্রথম উহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল। সেখানে নতুন করে মাত্র আট জন আক্রান্ত হয়েছে। জানুয়ারিতে পরিসংখ্যান প্রকাশের পর থেকে প্রথমবারের মতো হুবেই প্রদেশের রাজধানী উহানে নতুন আক্রান্তের হিসেবটা একক অঙ্কে নেমেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আক্রান্তের হার নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায় কর্তৃপক্ষ এই সপ্তাহে হুবাইয়ের ৫৬ মিলিয়ন নাগরিকের ওপর কিছুটা বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। যারা জানুয়ারির শেষের দিকে থেকেই কোয়ারেন্টাইনে রয়েছে। প্রদেশের স্বল্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসরত সুস্থ নাগরিকেরা এখন হুবাইয়ের মধ্যে ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে উহানকে অন্তর্ভুক্ত না করা হলেও, শহরের কয়েকটি সংস্থাকে বলা হয়েছে যে তারা আবার কাজ শুরু করতে পারবে। দেশে অন্য কোথাও থেকে প্রবেশ করা আক্রান্তদের রেকর্ড করা হয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংক্রমিত হয়ে যারা দেশে ফিরছে তাদেরকে নিয়ে চীন আশঙ্কায় রয়েছে, কারণ তারা চীনের এই অগ্রগতিকে ম্লান করে দিতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার বিদেশ থেকে আসা আরও ৬ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে বিদেশ থেকে সংক্রমিত হয়ে আসা লোকদের সংখ্যা দাঁড়ালো মোট ৮৫ জনে। বেইজিং এখন যে কোনও দেশ থেকে আগতদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার আদেশ দিয়েছে। চীনে এখন পর্যন্ত মোট ৮০,৭৯৩ জন লোক আক্রান্ত হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান