চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশে রোববার এক কয়লা খনিতে দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়।
নগরীর জনসংযোগ বিভাগ জানায়, শোউঝোউ নগরীর ডাটং কোল মাইন গ্রুপ কোম্পানীর মালিকানাধীন একটি কয়লা খনিতে মধ্যরাতে এক ভূমি ধ্বসে ছয় ব্যক্তি আটকা পড়ে। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে পাঠানো হলে সেখানে পাঁচ জনের মৃত্যু হয়। একজনের অবস্থা শংকা মুক্ত। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খবর:বাসস
আাজকের বাজার/আখনূর রহমান