চীনের উত্তরাঞ্চলীয় তাঙসহান নগরীতে আজ ভোরে রিক্টার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানায়। এই এলাকায় ১৯৭৬ সালে আধুনিক ইতিহাসের ভয়ংকর ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেইজিং থেকে ২০০ কিলোমিটার পূর্বে তাঙসহান নগরীর বাইরে আবাসিক এলাকায়। চীনের ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং এর উৎপত্তিস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
১৯৭৬ সালের ২৮ জুলাই কয়লাখনির জন্য পরিচিত ১০ লাখ অধিবাসীর এই শহরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এরপরে ১৫ ঘন্টার ব্যবধানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
চীন বলেছে, ওই ভূমিকম্পে ২ লাখ ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে। যদিও অনেকের বিশ্বাস রাজনৈতিক কারণে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে।
রবিবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বেইজিংয়েও হালকা কম্পন অনুভূত হয়েছে।
রেল অবকাঠামোর কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করে দেখার জন্য এই এলাকার রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।