চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অটোনোমাস অঞ্চলের চিফাং নগরীতে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
স্থানীয় জন নিরাপত্তা ব্যুরো জানায়, চিফাং নগরীর আয়োহান বান্নারে দু’টি গাড়ি প্রাদেশিক এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় রোববার দুপুর ১২টা ৩৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। সেখানে এ দু’টি গাড়ির মুখোমুখী সংঘর্ষ হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।