চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চলে সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উইগুরের কিজিলসুর কিরগিজ স্বায়ত্বশাসিত এলাকার আক্কি জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বেইজিং সময় মঙ্গলবার সকাল ৬টা ২৭মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিনহুয়ার।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪১.১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৬৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
খবরে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আক্কি কাউন্টি থেকে ৩৩ কিলোমিটার এবং উশির কাউন্টি থেকে ৪৭ কিলোমিটার দূরে। উভয় কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় দমকল, জননিরাপত্তা এবং জরুরি উদ্ধার বিভাগ নিশ্চিত করেছে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত হতাহতের বা কোনো কিছু ধসে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বিভাগ উদ্ধার অভিযানের জন্য দুটি গাড়ি এবং ১০ জন কর্মী প্রস্তুত রেখেছে।