চীনের তেরি ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে নেপাল

নেপালের ওষুধ নিয়ন্ত্রক কতৃপক্ষ চীনের ওষুধ কোম্পানি সিনোভাক বায়োটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। নেপাল করোনার দ্বিতীয় ওয়েবের ভয়ংকর পরিস্থিতি মোকাবিলা করছে।
এটি চীনের দ্বিতীয় ভ্যাকসিন যা জরুরি ব্যবহারের জন্য নেপালের ওষুধ প্রশাসনের অনুমোদন পেল।
নেপাল ইতোমধ্যেই সিনোফার্মের অধীন চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রেডাক্ট কোম্পানি লিমিটেডের কোভিড ১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।
ওষুধ প্রশাসন শুক্রবার এক বিবৃতিতে জানায়, “সিনোভাক লাইফ সায়েন্সেসেস কোম্পানি লিমিটেডের তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন (ভেরো সেল) শর্তসাপেক্ষে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।”
এতে বলা হয়, ১৮ বছর অথবা এর বেশী বয়সের লোকদের টিকাদানের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়।
শক্রবার পর্যন্ত নেপালে ৫ লাখ ৮১ হাজার ৫৬০ জনের করোনা সংক্রমিত হয়েছে, এতে ৭ হাজার ৭৩১ জনের মৃত্যু হয়েছে।