চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ের একটি কিন্ডারগার্টেনে সোমবার হামলায় ছয়জন নিহত ও অপর এক আহত হয়েছে। নগর সরকারের মুখপাত্র এ কথা জানান।
তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক ও তিনজন ছাত্র রয়েছে। এ হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’ (বাসস ডেস্ক)