চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো স্থানীয় বাজারে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী ডিভাইস ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো পশ্চিমা বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্গ।
চীনের বাজারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিশ্ববাজারে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভিভো। বিশ্বের গুরুত্বপূর্ণ ডিভাইস বাজারগুলোয় উচ্চপ্রযুক্তির ডিভাইস দিয়ে নিজেদের অবস্থান আরো সংহত করতে চায় প্রতিষ্ঠানটি।
চীনের তৃতীয় বৃহত্ স্মার্টফোন ব্র্যান্ড এখন ভিভো। সম্প্রতি রাশিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরে ফ্ল্যাগশিপ ভি৭ প্লাসের পাশাপাশি একাধিক ডিভাইস উন্মোচন করেছে এ প্রতিষ্ঠান।
বিবৃতিতে ভিভো জানায়, গত শুক্রবার তারা হংকংয়ে এক্স২০ স্মার্টফোন উন্মোচন করেছে। এছাড়া আগামী বছরের শুরুতে আফ্রিকার ডিভাইস বাজারে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
২০১৪ সালে এ প্রতিষ্ঠান প্রথম থাইল্যান্ডে কার্যক্রম শুরুর মাধ্যমে বিশ্ববাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। দেশটিতে ব্যবসা জোরদারে আগ্রাসী মূল্যনীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি। এছাড়া এর ব্যবসা কৌশলেও ভিন্নতা দেখা যায়। থাইল্যান্ডের গ্রামীণ এবং তুলনামূলক অনুন্নত শহরগুলোকে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। অর্থাত্ দেশটির যেসব অঞ্চলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সে অঞ্চলগুলোতে প্রথম ব্যবসা সম্প্রসারণ করা হয়। দেশটির গ্রামীণ অঞ্চলে ভিভো এরই মধ্যে হাজার হাজার খুচরা বিক্রেতা গড়ে তুলেছে।
বিশ্ববাজারে ডিভাইস ব্যবসা সম্প্রসারণে অনেকটা অপোর মতো কৌশল নিয়ে এগোচ্ছে ভিভো। আগ্রাসী মূল্যনীতি এবং উন্নত ডিভাইস সরবরাহের মাধ্যমে এ দুই প্রতিষ্ঠান জনপ্রিয় আইফোনের নির্মাতা মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে ডিভাইস সরবরাহ বিবেচনায় সিংহাসনচ্যুত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
২০০৯ সালে অপোর পথচলা শুরু। একই সময় প্রতিষ্ঠা করা হয় ভিভো। বৈশ্বিক স্মার্টফোন বাজারে দখল বিবেচনায় এখন স্যামসাংয়ের সমপর্যায়ে উঠে এসেছে শাওমি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন বাজারে শাওমির বাজার দখল ২২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। বাজারটির ২২ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। তবে ভিভো বেশকিছু ক্ষেত্রে শাওমির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
ভিভো তাদের স্মার্টফোন ডিভাইসের দ্রুত চার্জিং প্রযুক্তির জন্য এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। পাশাপাশি ফোন মেমোরি এবং দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে সমর্থ ডিভাইস ব্যাটারির জন্য এর সুনাম রয়েছে। বর্তমানে ডিভাইস বিক্রি বিবেচনায় চীনের বাজারে অপোর পরই রয়েছে এ প্রতিষ্ঠান।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্যমতে, ভিভোর রাশিয়ার বাজারে প্রবেশের উদ্দেশ্য স্যামসাং এবং অ্যাপলকে টেক্কা দেয়া। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তথ্যমতে, রাশিয়ার ডিভাইস বাজারের অর্ধেকই নিয়ন্ত্রণ করছে স্যামসাং এবং অ্যাপল। চীনের শীর্ষ মোবাইল ব্র্যান্ড হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড এবং শাওমি এরই মধ্যে রাশিয়ার বাজারে কার্যক্রম শুরু করেছে।
বিশ্লেষকদের তথ্যমতে, চীনের বৃহত্ চার স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি। প্রতিষ্ঠান চারটি বৈশ্বিক বাজারে কার্যক্রম সম্প্রসারণে ভিন্ন ভিন্ন ব্যবসা কৌশল নিয়ে এগোচ্ছে। হুয়াওয়ে তুলনামূলক দামি এবং উন্নত ডিভাইস তৈরির মাধ্যমে জার্মানি ও স্পেনের মতো উন্নত বাজারগুলোয় প্রতিদ্বন্দ্বিতা জোরদারে গুরুত্ব দিচ্ছে। বাকি তিন ডিভাইস নির্মাতা তুলনামূলক বাজেটসাশ্রয়ী ডিভাইস দিয়ে ভারত ও ইন্দোনেশিয়ার মতো বাজারগুলোয় আধিপত্য বাড়াতে কাজ করছে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭