বাংলাদেশের বাজারে চীন যেভাবে বিনিয়োগে এগিয়ে আসছে, এতে করে দেশের অর্থনীতির ব্যপক উন্নতি হবে। আর এই উন্নয়নের পজিটিভ প্রভাব পড়বে দেশের পুঁজিবাজারেও। এমন মন্তব্য করেছেনে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান। রোববার আজকের বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের পুঁজিবাজার ভালো আছে, শুধু তাই নয় বাজার ভালো থাকার জন্য যেসব ইন্ডিকেটর ভালো থাকা দরকার সে সবগুলোই পজিটিভ অবস্থানে আছে। কাজেই পুঁজিবাজার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
এক প্রশ্নের জবাবে রকিবুর রহমান বলেন, স্টক ব্রোকার ও স্টক ডিলারদেরকে যদি অর্থায়ন করা যায় এবং তারা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তবে অবশ্যই মার্কেট পজিটিভ ধারায় চলে আসবে। এর ফলে বাজারের স্বচ্ছতা ও গভীরতা আরো বাড়বে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক হাউজে কমপক্ষে দুই একজন সফল বিনিয়োগকারী আছেন। সেই সকল বিনিয়োগকারী অথবা যারা বাজার বিশ্লেষণ করতে পারেন তাদের সহযোগিতা নিয়ে বিনিয়োগ করুন। ডে টু ডে ট্রেডিং থেকে বের হয়ে আসুন। তাহলে অবশ্যই লাভবান হওয়া যাবে।