চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের ২৯ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ১১টি প্রদেশে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অন্তত ২২ জন। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মোট ২৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে এবং ৩৭ হাজার বাড়িঘরের ক্ষতি হয়েছে বলে মঙ্গলবার চীনের বেসামরিক ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জেজিয়াং, আহুই, জিয়ানঝি, হুবেই, হুনান, গুয়াংডং, চোংকিং, সিচুয়ান, গুইঝৌ, ইউনান এবং গুয়াংজি ঝুয়াং প্রদেশে প্রবল বর্ষণের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। চেংডু, চ্যাংশা, গুয়াংঝৌ এবং শেনঝেনসহ বিভিন্ন বিমান বন্দরের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্বিত হয়েছে বিভিন্ন গন্তব্যের একাধিক ফ্লাইট। বিমানবন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।
প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় ৭ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং ২৫২৭ কোটি ইউয়ান (৩৭২ কোটি মার্কিন ডলার) ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ২০টি প্রদেশে দুর্গতদের ত্রাণ সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার ১৮৮ কোটি ইউয়ান বরাদ্দ করেছে বলে জানানো হয়।
আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭