চীনের পুরো মূল ভূখণ্ডে শুক্রবার স্থানীয়ভাবে কোভিড-১৯ সংক্রমণের নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। সেই সাথে সুস্থ হয়ে ওঠা ১৫ রোগীকে এ দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে, খবর সিনহুয়া।
কমিশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়, মূল ভূখণ্ডের বাইরে থেকে আসা মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন কোনো সন্দেহভাজন সংক্রমণ বা এ রোগে মৃত্যুর কোনো ঘটনা পাওয়া যায়নি, জানায় কমিশন।
শুক্রবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে বাইরে থেকে আসা ২ হাজার ৯৮৭ জনের করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে যাওয়া ২ হাজার ৭৮১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং ২০৬ রোগী বর্তমানে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাইরে থেকে আসা রোগীদের মধ্যে কেউ এখন পর্যন্ত মারা যাননি।
মূল ভূখণ্ডে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৫৩৬ জন। তাদের মধ্যে ৮০ হাজার ৬৯৬ রোগী সেরে উঠেছেন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।